প্রাইমারি টেট ২০২৩ দিন পরিবর্তন ? // 2023 primary tet date

24 শে ডিসেম্বরেই কি হবে প্রাইমারি টেট 2023 ?

দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা !





কলকাতা হাইকোর্টে হয়েছে একটা জনস্বার্থ মামলা । এই মামলায় রয়েছেন দুজন পিটিশনার । প্রথম পিটিশনার একজন পার্লামেন্ট মেম্বার (শ্রী দিলীপ ঘোষ মহাশয়) এবং দ্বিতীয় পিটিশনার একজন পরীক্ষার্থী । 

২৪ শে ডিসেম্বরেই হচ্ছে কলকাতায় গীতা  পাঠ অনুষ্ঠান ।
ওই একই দিনে পরীক্ষার ডেট পড়ায় অনেক পরীক্ষার্থীর 
হতে পারে অসুবিধা । 


মহামান্য কোলকাতা হাইকোর্টে আগামীকাল  এ বিষয়ে শুনানি রয়েছে । এখন মহামান্য আদালতের উপরেই নির্ভর করছে প্রাইমারি টেট 2023 , 24 তারিখে অনুষ্ঠিত হবে কিনা ।

পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছে না ২৪ তারিখে পরীক্ষা হবে সেই নোটিফিকেশন । যা পরীক্ষার্থীদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ।

আশা করা যায় কয়েক দিনের মধ্যেই এই জট কেটে যাবে এবং পরীক্ষার্থীরা জানতে পারবে পরীক্ষার সঠিক সময়। 

Comments

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার