2023 প্রাইমারি টেট এ পাশ করবে এতো কম !

WB PRIMARY TET 2023 

2023 প্রাইমারি টেট এ পাশ করবে এতো কম !




24/12/2023 আমাদের রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে । এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লক্ষ 70 হাজার+। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল যথেষ্ট বেশি প্রায় ৮০ শতাংশের ওপরে । যদিও ফর্ম ফিলাপ করেছে আগের বছরের তুলনায় অনেক কম সখ্যক ছাত্রছাত্রী । 2022 টেটে ফর্ম ফিলাপ করেছিলেন 6 লাখ 17 হাজারের মতো পরীক্ষার্থী।


চলুন এক নজরে দেখে নি , 

এবছর কত সংখ্যক ছাত্রছাত্রী পাশ করবে ?

প্রশ্ন কি সত্যিই কঠিন ছিল?

এবছর টেট পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের মধ্যে কেন এত অনীহা?

এত কম সংখ্যক ছাত্রছাত্রী এবার ফরম ফিলাপ করেছিল কেন ?



প্রাথমিক টেটে মোট পাঁচটি বিষয়ে সেগুলি হল 


1.শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব

2.প্রথম ভাষা বাংলা

3.দ্বিতীয় ভাষা ইংলিশ /, নেপালি,/ হিন্দি /,উর্দু

4.গণিত

5.পরিবেশ


প্রত্যেকটি বিষয়ে ৩০ নম্বর করে । শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব থেকে ৩০ টি প্রশ্ন । আর সমস্ত বিষয়গুলি থেকে সাবজেক্ট এর প্রশ্ন ১৫ টি এবং ১৫ টি বিষয়ভিত্তিক সিডিপি। 

Total marks: 150 


Pass mark: 

Unreserved category: 90 (60%)

SC/ST/OBC/PH: 82 (55%)


অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের 150 এর মধ্যে পেতে হয় ৯০ যা সমগ্র নাম্বারের 60 শতাংশ।

এবংSC/ST/OBC/PH ক্যাটাগরিভুক্ত ছাত্র-ছাত্রীদের দেশে মধ্যে পেতে হয় ৮২ যা সমগ্র নাম্বারের ৫৫ শতাংশ। 


এই পরীক্ষায় কিন্তু আলাদা করে কোন cut off marks হয় না । যে যত বেশি নাম্বার পায় তার ইন্টারভিউ এর নাম্বারের সঙ্গে যোগ হয়ে অ্যাকাডেমি কেস তৈরি করে যার উপর ভিত্তি করে প্রাথমিকে নিয়োগ করা হয় ।


এত কম সংখ্যক ছাত্রছাত্রী এবার ফরম ফিলাপ করেছিল কেন ?


2022 সালে পাশ করা ছাত্র-ছাত্রীদের এখনো পর্যন্ত ইন্টারভিউতে ডাকা হয়নি । এছাড়া নিয়োগ-নীতির জন্য বিভিন্ন নেতা মন্ত্রীরা বিচারাধীন অবস্থায় রয়েছে । এর পাশাপাশি বিএড প্রার্থীরা এবার প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে পারেনি । সব মিলিয়ে এবছর প্রাথমিকে ফরম ফিলাপ করেছে অনেক কম সংখ্যক ছাত্রছাত্রী । 


পরীক্ষার্থীদের মধ্যে এ বছরের টেট পরীক্ষা নিয়ে উৎসাহ দেখা গিয়েছে অনেক কম । পরীক্ষার হলে তারা যখন প্রশ্নপত্র দেখে তারা আরো হতাশ হয় । 


প্রশ্ন কি সত্যিই কঠিন ছিল?


এ বছরের প্রশ্ন ছিল আগের বছরের তুলনায় অনেক গুণ কঠিন । এমনকি 2017 থেকেও কঠিন । কিছু কিছু প্রশ্ন এমন এসেছে যেগুলো ছাত্রছাত্রীদের ভাবনার বাইরে । তারা সেই সমস্ত প্রশ্নগুলো প্রাইমারি টেটের মতো পরীক্ষায় আসবে এরকমটা কল্পনাই করতে পারেনি । ডব্লিউ বিসিএস মেইন্স লেভেলের কিছু প্রশ্ন পরিবেশ জিজ্ঞাসা করা হয়েছে । তাই বলা যায় প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রেই HARD ছিল। কিছু প্রশ্ন MODERATE to HARD 

।    যেমন পরিবেশ থেকে এই প্রশ্নটা দেখুন,


 Q . 2021-2022 আর্থিক বছরে ভারতের জনপ্রতি (পার ক্যাপিটা)ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল?

(A) 800 kWh (কিলোওয়াট/আওয়ার)

(B) 555 kWh (কিলোওয়াট/আওয়ার)

(C) 950 kWh (কিলো ওয়াট/আওয়ার)

D) 1255 kWh (কিলো ওয়াট/আওয়ার)


CDP বিভাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো অনেক বেশি ডেসক্রিপটিভ , যা CTET এর প্যাটার্ন কে ফলো করে করা হয়েছে । তবে সিটেট এ গণিত পরিবেশ ইংরেজি প্রশ্নগুলো EASY TO MODERATE থাকে। অনেক SHIFT এ তো প্রশ্ন একেবারে EASY প্রকৃতির হয়। 


 এছাড়াও সমস্ত বিষয়ের প্রশ্নই বেশ কঠিন । বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিক্রিয়া থেকে জানা যাচ্ছে এবছর বহু সংখ্যক ছাত্রছাত্রী টেট উত্তীর্ণ হতে পারবেন না । 

এবছর কত সংখ্যক ছাত্রছাত্রী পাশ করবে ?

2023 প্রাইমারি টেট এ পাশ করবে এতো কম !


এবছর মোট পরীক্ষার্থী । কিন্তু পাশ করবেন মাত্র সাত থেকে আট হাজার(7000-8000) ছাত্রছাত্রী । খুব বেশি 

হলে নয় দশ হাজার ছাত্রছাত্রী পাশ করবে । এমনকি 2022 টেট পাশ করা অনেকেই এবার যারা পুনরায় পরীক্ষায় বসেছিলো, তাদের মধ্যে ও অনেকেই পাশ করতে পারবেন না। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.