Madhyamik pass mark // মাধ্যমিক নাম্বার বিভাজন

  মাধ্যমিক পাস মার্ক // কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন // গ্রেড সিস্টেম // AA,A+ কত নাম্বার পেলে ?





WEST BENGAL SECONDARY EXAMINATION

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা :


এ রাজ্যের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা । স্কুলের গণ্ডি পেরিয়ে প্রথমবারের জন্য তারা বাইরের কোন স্কুলে এই পরীক্ষা দিয়ে থাকে । স্বাভাবিকভাবে ই তাদের মধ্যে একটা ভয় ও নার্ভাসনেস কাজ করে । 


CONDUCTING AUTHORITY: 


আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকে "West Bengal board of secondary Education ".


TOTAL SUBJECTS:


 মাধ্যমিকে রয়েছে মোট সাতটা বিষয় । 

1. বাংলা 2.ইংরেজি 3. ইতিহাস 4.ভূগোল 5.গণিত 6.জীবন বিজ্ঞান 7.ভৌতবিজ্ঞান 


নম্বর বিভাজন :


 প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ । যার মধ্যে লিখিত পরীক্ষায় ৯০ এবং মৌখিক ১০ ।

                  Written: 90

                   Oral : 10

                  Total: 100

 সাত টি বিষয় মিলিয়ে মোট নম্বর 7 × 100=700





কতো পেলে মাধ্যমিক পাশ ? 


সাতটি বিষয় মিলিয়ে 25% নম্বর পেতে হবে। অর্থাৎ 700 এর মধ্যে 7×25 = 175 পেতে হবে। 

তবে বিশেষভাবে মনে রাখতে হবে প্রতেক বিষয়েই 25 করে পেতে হবে।

যদি কোন পরীক্ষার্থী ১৭৫ এর বেশি নাম্বার পায় কিন্তু কোন একটি বিষয়ে ২৫ এর কম পায় তবে তাকে FAIL বলে গণ্য করা হয়ে থাকে। 

 শিক্ষার্থীদের প্রতিটি বিষয়েই ২৫ করে নাম্বার পেতে হবে । 


বিষয় ভিত্তিক নম্বর বিভাজন কেমন ?


প্রত্যেকটি বিষয়ের পূর্ণমান 100 । 

কোনো ছাত্র বা ছাত্রী যেকোনো একটি বিষয়ে 100 এর মধ্যে, 

         90 - 100 এর মধ্যে নম্বর AA ( outstanding)

               80-89 এর মধ্যে নম্বর A+ (letter Mark)

               60-79 এর মধ্যে নম্বর A

               45-59 এর মধ্যে নম্বর B+

               35-44 এর মধ্যে নম্বর B

               25-34 এর মধ্যে নম্বর C

               25 এর কম D ( DISQUALIFIED/ ফেল )

           বলে গণ্য করা হয়। 


ফার্স্ট ডিভিশন ,সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিভাবে নির্ণয় করা হয় ? 

অথবা মোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে AA, A+,A,B+,B গ্রেড কিভাবে নির্ণয় করা হয় ?



সাত টি বিষয়ে মোট নাম্বার 700 । এরমধ্যে কোন পরীক্ষার্থী , 

         630-700 এর মধ্যে নম্বর = গ্রেড AA

        560-629 এর মধ্যে নম্বর= গ্রেড A+

        420-559 এর মধ্যে নম্বর = গ্রেড A

        315-419 এর মধ্যে নম্বর= গ্রেড B+

        245- 314 এর মধ্যে নম্বর = গ্রেড B

        175 এর বেশি নম্বর = পাশ


আর ডিভিশন এর ক্ষেত্রে কোন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর, 


          60% অর্থাৎ 420 এর বেশি = নম্বর ফার্স্ট ডিভিশন

         45% 315-419 সেকেন্ড ডিভিশন

          এবং 315 এর কম থার্ড ডিভিশন

হিসাবে গণ্য করা হয়ে থাকে। 

         

 

            

                       







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.