This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Wednesday, 20 December 2023

কলকাতা হাইকোর্টের নির্দেশ গীতা পাঠের দিনই প্রাইমারি টেট

 PRIMARY TET DATE BIG Update:





প্রাথমিক টেট 2023 এর তারিখ :


কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 19/12/2023 তারিখে প্রাইমারি টেট মামলার দিন ঘোষণার শুনানিতে জানিয়েছে প্রাইমারি টেট 24  ডিসেম্বরে হবে । 


কলকাতা হাইকোর্টে করা হয়েছিল একটা জনস্বার্থ মামলা । এই মামলায় ছিলেন দুজন পিটিশনার । প্রথম পিটিশনার একজন পার্লামেন্ট মেম্বার (শ্রী দিলীপ ঘোষ মহাশয়) এবং দ্বিতীয় পিটিশনার একজন পরীক্ষার্থী । 


24শে ডিসেম্বরেই হচ্ছে কলকাতায় বিগ্রেড ময়দানে গীতা  পাঠ অনুষ্ঠান ।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি । ঐদিন লক্ষ্য কণ্ঠে পাঠ  করা হবে শ্রীমৎ ভাগবত গীতা । 

ওই একই দিনে পরীক্ষার ডেট পড়ায় অনেক পরীক্ষার্থী র

হতে পারে অসুবিধা । সেই জন্যই জনস্বার্থ মামলাটি করা হয়েছিল । 

এখন মহামান্য আদালতের উপরেই নির্ভরশীল হয়ে উঠেছিল প্রাইমারি টেট ২০২৩ , ২৪ তারিখে অনুষ্ঠিত হবে কিনা । 

পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছিল  না ২৪ তারিখে পরীক্ষা হবে সেই নোটিফিকেশন । 


কিন্তু বিষয়টা এখন পরিষ্কার হয়েছে ,  24 ডিসেম্বরই হচ্ছে প্রাইমারি টেট ২০২৩ এর পরীক্ষা । ইতিমধ্যেই কমিশন তার ওয়েবসাইটে প্রাইমারিতে ২০২৩ এর এডমিট কার্ড বিতরণ শুরু করেছে । 


এডমিট কার্ড ডাউনলোড করুন : 

এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন প্রাইমারিতে ২০২৩ এর এডমিট কার্ড


 www.wbbprimaryeducation.org

www.wbbpeonline.com 


Registration number এবং date of birth দিয়ে লগইন করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করতে ।


প্রাইমারি টেট ২০২৩, ২৪শে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে । পরীক্ষা শুরু হবে দুপুর ১২ঃ০০ টা থেকে চলবে ২:৩০ মিনিট পর্যন্ত ।


No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template