This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Wednesday, 31 January 2024

Primary TET panel update

 Primary TET panel update 

খুশির খবর আসছে d el ed পাশ টেট কোয়ালিফাই করা প্রার্থীদের । 11758 টি পদে নিয়োগের ছাড় পত্র পেলো পর্ষদ। সুপ্রীম কোর্ট থেকে নিয়োগের stay order তুলে নেওয়া হয়েছে। 2014,2017 সালে টেট উত্তীর্ণ ডিএলএড করা প্রার্থীরাই পাচ্ছে এই নিয়োগ । 

 প্যানেল এখনো পর্ষদের ওয়েবসাইটে দেয়া হয়নি তবে মনে করা হচ্ছে পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় প্রেস কনফারেন্সের পর এই প্যানেল অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে । খুব দ্রুতই প্যানেল আপলোড করা এবং নিয়োগের ক্ষেত্রে আর কোন প্রকারের জটিলতা বা বাধা থাকছে না এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে । 


মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কি কি বলা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো :



 

১. 22 জানুয়ারী, 2024 তারিখের ভিড অর্ডার, উত্তরদাতা-পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডকে প্রার্থীদের সাথে সম্পর্কিত কিছু বিশদ বিবরণ দিয়ে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লিখিত হলফনামা টি অন্যান্য পক্ষের জন্য বিজ্ঞ আইনজীবীর কাছে সজ্জিত কপি সহ দায়ের করা হয়েছে।

2. উল্লিখিত হলফনামা অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলায় বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ের 11,758 টি পদ প্রাথমিক ক্লাসের জন্য সহকারী শিক্ষকের পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় আবেদনকারী প্রার্থীর সংখ্যার বিশদ বিবরণ দেওয়ার পরে, এটি প্রমাণিত হয়েছে যে উত্তরদাতাদের দ্বারা প্রস্তুত করা খসড়া তালিকা অনুসারে, 9,533 জন প্রার্থী যোগ্যতা অর্জন করেছেন, যার মধ্যে 5% প্রার্থীর অতিরিক্ত প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। নিয়ম. বলা হয়েছে যে মোট 2,108 D.El. এড. খসড়া তালিকায় প্রাক-2020 ব্যাচের প্রার্থীরা যোগ্য নন বলে দেখা গেছে। আরও বলা হয়েছে যে ডি.এল.এড. বর্তমান বিষয়ে মুলতুবি থাকার কারণে 2020-2022 কোর্সের প্রার্থীদের খসড়া তালিকায় বিবেচনা করা হয়নি।

3. পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলায় বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে 11,758টি পদের বিপরীতে, উত্তরদাতারা কেবলমাত্র 9,533 জন যোগ্য প্রার্থীকে খুঁজে পেয়েছেন, যার মধ্যে রয়েছে 5% প্রার্থীদের অতিরিক্ত প্যানেল, উত্তরদাতাদের একটি রাইডারের সাথে মেধা তালিকা ঘোষণা করার অনুমতি দেওয়া উপযুক্ত বলে মনে করা হয় যে এটি স্পষ্ট ভাষায় বলা উচিত যে করা নিয়োগগুলি বর্তমান পিটিশনের ফলাফলের সাপেক্ষে হবে। সফল প্রার্থীদের জারি করা নিয়োগের চিঠিতেও বিশেষভাবে উল্লেখ করা হবে যে তাদের নিয়োগ বর্তমান পিটিশনের ফলাফলের সাপেক্ষে হবে।

4. বোর্ড 2020-2022 D.El.Ed থেকে প্রার্থীদের জন্য চূড়ান্ত সাক্ষাত্কার এবং যোগ্যতা পরীক্ষা পরিচালনা করবে। কোর্স করুন এবং আজ থেকে ছয় সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করুন, অন্য দিকে সজ্জিত কপি সহ।


5. অবশিষ্ট পদগুলি খালি রাখা হবে এবং এই আদালতের দ্বারা পাস করা পরবর্তী আদেশের সাপেক্ষে 

করা হবে৷


2022 টেট পাশ প্রার্থীদের জন্যও কিন্তু খুশির সংবাদ আসতে চলেছে তাদের ইন্টারভিউ এর নোটিফিকেশন খুব দ্রুতই এসে যাবে আশা করছি সমস্ত মহল যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রী গৌতম পাল মহাশয় । 
পর্ষদের ওয়েবসাইটে যখনই প্যানেল টা আপলোড হয়ে যাবে তখন এই সম্পর্কিত বিস্তারিত বিশ্লেষণ এই ওয়েবসাইটে পাবেন। 
এছাড়া আরো জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েব সাইটে চোখ রাখুন। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক নিচে দেয়া হল ➡️ https://www.wbbprimaryeducation.org/




No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template