This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Tuesday, 19 March 2024

Hs English new syllabus 2024//উচ্চ মাধ্যমিক ইংরেজি নতুন সিলেবাস 2024

Hs English new syllabus 2024//উচ্চ মাধ্যমিক ইংরেজি নতুন সিলেবাস 2024


West Bengal council of higher secondary Education (WBCHSE) এর পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে উচ্চমাধ্যমিকের ইংরেজি নতুন সিলেবাস ও নাম্বার বিভাজন পদ্ধতি। উচ্চমাধ্যমিকে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করা হবে । একাদশ শ্রেণীতে থাকছে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে থাকছে আরো দুটি সেমিস্টার । উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে চারটি সেমিস্টার এই পরীক্ষা গ্রহণ করা হবে । এই আর্টিকেলে উচ্চমাধ্যমিকের ইংরেজি সিলেবাস এর সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আপলোড করা হয়েছে । 


উচ্চ মাধ্যমিক ইংরেজি সিলেবাস ২০২৪ পিডিএফ ডাউনলোড লিংক / HS English syllabus 2024 PDF download link 


এই পিডিএফ ফাইল টি ডাউনলোড করে দেখে নিতে পারবেন একদম সহজে উচ্চমাধ্যমিকের ইংরেজির নতুন সিলেবাস যা পর্ষদ কর্তৃক আপলোড করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbchse.wb.gov.in/


HS English Syllabus 2024 PDF File

Download


উচ্চ মাধ্যমিক ইংলিশ সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি : 


প্রায় ১০ বছর পর পরিবর্তন হলো উচ্চমাধ্যমিকের সিলেবাস। পরীক্ষা গ্রহণ করা হবে চারটি সেমিস্টারে। 

প্রথম ও তৃতীয় সেমিস্টারের থাকবে এমসিকিউ (MCQ) ভিত্তিক প্রশ্ন। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে থাকবে saq ও laq প্রকৃতির প্রশ্ন । 


একাদশ শ্রেণী : 


একাদশ শ্রেণীতে থাকছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার। 

প্রথম সেমিস্টারের পূর্ণমান হবে 40 । প্রশ্ন হবে এমসিকিউ (MCQ)প্রকৃতির । 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার থাকবে দুটি অংশে বিভক্ত প্রথমটি থিওরি ও দ্বিতীয়টি হল প্রজেক্ট। 

থিওরি অংশের নাম্বার থাকবে 40 । প্রজেক্টে নাম্বার থাকবে কুড়ি । সব মিলিয়ে একাদশ শ্রেণীর মোট নাম্বার হবে 100 । 


দ্বাদশ শ্রেণি : 


দ্বাদশ শ্রেণীতে ও থাকছে দুটি সেমিস্টার । তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্তর্ভুক্ত থাকবে দ্বাদশ শ্রেণীতে । 

দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক । যার পূর্ণমান হবে 40। 

দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা হবে SAQ ও LAQ প্রকৃতির। 

যার পূর্ণ মান হবে 40 ।

এছাড়া দ্বিতীয় সেমিস্টারে থাকছে প্রজেক্ট । যার পূর্ণমান থাকছে 20 । সবমিলিয়ে দ্বাদশ শ্রেণীতে পূর্ণমান 100 । 

No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template