This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Thursday, 11 April 2024

B.Ed vs D.El.Ed clarification case 2024// বিএড বনাম ডি এল এড ক্লারিফিকেশন মামলা 2024

 B.Ed vs D.El.Ed clarification case 2024// বিএড বনাম ডি এল এড ক্লারিফিকেশন মামলা 2024



মহামান্য সুপ্রিম কোর্টে d.el.ed vs b.ed যে ক্লারিফিকেশন মামলাটি মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল সেই রায় এর দিকে তাকিয়ে ছিল পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের ইন সার্ভিস বিএড করা প্রার্থীরা এছাড়াও ডি এল এড প্রার্থীরা । 8/04/2024 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দান করেছেন। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ারের বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করেছে ঐতিহাসিক রায় ঘোষণার মধ্য দিয়ে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে 11/08/2023 এর আগে থেকে যে সমস্ত বিএড প্রার্থীরা প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিরত তাদের চাকরির ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। 

 মনে রাখতে হবে ১১/৮/২০২৩ সুপ্রিম কোর্ট দিয়ে জানিয়েছিল বিএড প্রার্থীরা কোনভাবেই প্রাইমারি নিয়োগে অংশ নিতে পারবে না। এই প্রেক্ষিতে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে সমস্ত বিএড প্রার্থী রা ইতিমধ্যে চাকরিরত তাঁদের কি হবে। এছাড়া বিভিন্ন d.el.ed সংগঠন রা দাবি তোলে বিএড দের কোন ভাবেই প্রাথমিকে অংশগ্রহণের সুযোগ দিলে হবে না । এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন যে মামলা করা হয় । যে মামলা টির রায় দান আজকের এই আর্টিকেলে আলোচনা করা হলো । 


B.Ed vs D.el.ed clarification case 2024 final judgement : 


08/04/2024 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডি এল এড ক্লারিফিকেশন মামলায় রায়দান সম্পন্ন করেছে । এই মামলায় উঠে আসা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হল 


• 11/08/2023 এর আগে যে সমস্ত বি এড ক্যান্ডিডেটরা প্রাথমিক নিয়োগে সারা দেশব্যাপী তাদের নিয়োগ পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকছে । কোনভাবেই এই ক্যান্ডিডেটদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না । 

• এবং আরো একবার পরিষ্কার করে বলা হয় প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র এই ডিএলএড ক্যান্ডিডেটের রায় সমগ্র দেশব্যাপী যোগ্য বলে গণ্য হবে । 


• চলতি কোন প্রাথমিক নিয়োগে বি এড করা ক্যান্ডিডেটদের অংশগ্রহণ করতে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে । অর্থাৎ চলতে প্রাথমিক নিয়োগে বিএড প্রার্থীরা অংশ নিতে পারবে না । 

• যে সমস্ত in service বিএড ক্যান্ডিডেট রয়েছেন যারা প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন অথচ তাদের ডি এল এড ডিগ্রি নেই তাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক সরকারকে দায়িত্ব নিয়ে ব্রিজ কোর্স করাতে হবে । এবং এই ব্রিজ কোর্স বারো মাসের মধ্যে সম্পন্ন করতে হবে । 



No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template