This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Tuesday, 9 April 2024

মাধ্যমিক রেজাল্ট চেক ২০২৪ //madhyamik result check 2024

 মাধ্যমিক রেজাল্ট চেক ২০২৪ //madhyamik result check 2024 



এবারের মাধ্যমিক পরীক্ষা 2nd ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং তা শেষ হয়েছে 12 ই ফেব্রুয়ারিতে । এবছর পরীক্ষায় বসেছিল প্রায় ৯ লক্ষ ছাত্রছাত্রী । এ রাজ্যে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন সারাদেশের মতোই। এই নির্বাচন হবে সাতটি দফায় নির্বাচনের প্রস্তুতি পর্বের কাজ রয়েছে এখন তুঙ্গে। যদিও বিশেষজ্ঞ মহলের দাবি রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে নির্বাচনের কোন প্রভাব পড়বে না। তাই যথাসময়ে এ বছরের রেজাল্ট ঘোষণা করে দেয়া হবে এমনটা আশা করা হচ্ছে। 


মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট চেক//how to check madhyamik result 2024


প্রত্যেক ছাত্র-ছাত্রী অনলাইনে মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবে তারা এই রেজাল্ট মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবে । এছাড়া এসএমএস প্রক্রিয়ার মাধ্যমেও এই রেজাল্ট জানা যায় । তবে বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় মাধ্যম হল অনলাইন ওয়েবসাইট । বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন একেবারে বাড়িতে বসে আপনার নিজের মোবাইল ফোনে। এর জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। 

•প্রথমে আপনাকে wbresults.nic.in ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। 

•এই ওয়েবসাইটে আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বার এবং জন্ম সাল তারিখ ইত্যাদি পূরণ করবেন। 

•আপনার গুরুত্বপূর্ণ তথ্যাদি পূরণ করা হয়ে গেলে তা সাবমিট করে দেবেন। 

•আপনার তথ্য গুলি সাবমিট হয়ে গেলে সাথে সাথে অনলাইনে স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেজাল্টের প্রতিচ্ছবি। 

•মনে রাখবেন আপনার রেজাল্টের অরিজিনাল কপি অবশ্যই স্কুল থেকে বিতরণ করা হবে। 


এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কত তারিখে এ রেজাল্ট প্রকাশ করা হবে। যখনই এ বিষয়ে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন এই ওয়েবসাইটে তা  সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে। এবং রেজাল্ট দেখবার আধিকারিক লিংকে ওয়েবসাইটে প্রদান করা হবে। 


No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template