Bangladesh vs New Zealand T20//বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি

 Bangladesh vs New Zealand T20//বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি

CRICKET BARTA FROM SUVOBARTA


ইতিহাস গড়া হলো না বাংলাদেশের ! এই ম্যাচটা জিতলে তারা জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ ।




তিন ম্যাচের সিরিজ হল এক এক এ ড্র !

D L S MTEHOD এ হারলো টাইগার রা । 

17 রানে জিতেছে নিউজিল্যান্ড ।

এই এই ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে 

মিচেল সন্টনার ।

ম্যান অফ দ্যা সিরিজ হয়েছে বাংলাদেশী বোলার শরিফুল ইসলাম ।

বিস্তারিত :

তিন ম্যাচে র সিরিজে লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলো বাংলাদেশ ক্রিকেট দল । টসে জিতে নিউজিল্যান্ড ক্রিকেট টিম বল করার সিদ্ধান্ত নেয় । ১৯ ওভার দুই বল (19.2 ) খেলে বাংলাদেশ ক্রিকেট দল তুলে নেয় ১১০ রান তাদের সব কটা উইকেট হারিয়ে । 

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ ডি এল এস মেথড দ্বারা পরিচালিত হয় । কুড়ি ওভারের ম্যাচ শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের জন্য 79 রানের টার্গেট বরাদ্দ করা হয় । 

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ১৪.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে তাদের দরকারি 95 রান তুলে নেয় । নিউজিল্যান্ড ক্রিকেট দল এভাবেই তাদের ২০২৩ সালের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা জিতে নেয় । বাংলাদেশের জেতা হলো না 2023 সালের শেষ ম্যাচটা তারা জয় করতে পারল না সিরিজ টাউন সিরিজটা ড্র হয়েছে 1-1 ব্যবধানে । 


HIGHLIGHTS OF THE MATCH 


বাংলাদেশের পক্ষ থেকে



ব্যাটার 


 নাজমুল হোসেন শান্ত ১৫(17)

তৌহিদ হৃদয় 16(18)

আফিফ হোসেন 14(13)

বোলার

শরিফুল ইসলাম 2/17

মেহেদী হাসান 2/18

তানভীর ইসলাম 0/12


নিউজিল্যান্ডের পক্ষ থেকে টপ স্কোরার 



ব্যাটার 

ফিন আলেন 38 (31)

জেমস নীসম 28( 20)

মিচেল সন্টনের 18(20)

বোলার

মিচেল সন্টনের 4/16

অ্যাডাম মিলনে 2/23

টিম সাউদি 2/25




২০২৩ সালের শ্রেষ্ঠ টোয়েন্টি ম্যাচ টাই ওপেনিং করতে নেমেছিল সৌম্য সরকার ও রনি তালুকদার । দুই ওপেনারই এক কথায় ফ্লপ হয়েছে বলা চলে। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মাত্র চার রান । রনি তালুকদারের ব্যর্থ থেকে আসে মাত্র 10 রানের একটা ছোট্ট ইনিংস । 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.