Mannkibaat 108th episode , 31 December 2023 //মন কি বাত ১০৮ তম এপিসোড

 Mannkibaat 108th episode , 31 December 2023





মন কি বাত 108 episode 

দেশবাসীকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের তার ১০৮ তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে সম্বোধন করেছেন ।

২০২৩ সালের শেষ মন কি বাত অনুষ্ঠানের সরাসরি প্রসারণ সম্পন্ন হয়েছে । এটা ছিল এ বছরের শেষ মন কি বাত । 

৩/১০/২০১৪ এ প্রথম বারের মতো প্রসারিত হয়েছিলো মন কি বাত। 

ভারতের প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদি আজকের বান কি বাত অনুষ্ঠানে 108 সংখ্যার গুরুত্ব আলোচনা করেন । তিনি বলেন ১০৮ সংখ্যার গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে ১০৮ বার মালা জপ করতে হয়। শ্রীকৃষ্ণের রয়েছে 108 টি নাম । এই বিশেষ সংখ্যাটা মানুষের আস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে তাই আজকের এই এপিসোডটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ , অনেক বেশি শুভ সমগ্র দেশবাসীর কাছে ।

 সমগ্র দেশবাসীকে তিনি জানিয়েছেন ২০২৪ সালের আগাম শুভকামনা ।


পুরো এপিসোড টা দেখতে ক্লিক করুন 


মন কি বাত live

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.