CTET ADMIT CARD RELEASE DATE 2024

 CTET ADMIT CARD RELEASE DATE 


CTET exam date 2024


CTET ( Central Teachers eligibility test) 2024 

পরীক্ষা এবছর শুরু হবে 21 জানুয়ারী থেকে। 

সারা দেশ ব্যাপী এই পরীক্ষা নিয়ে থাকে CBSE। 

সারা দেশ ব্যাপী এই অনেক গুলো shift এ নেওয়া হয়। 




CTET 2024 ADMIT CARD RELEASE DATE:


২০২৪ এর জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে সিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে এডমিট কার্ড CBSE এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে । 10 বা 15 January থেকে admit Card download link টি ওপেন হবে।


কিভাবে ডাউনলোড করব ctet 2024admit card ?




এই এডমিট কার্ড ডাউনলোড করতে ভিজিট করতে হবে

https://ctet.nic.in/


ক্লিক করুন এখানে


এখানে ডাউনলোড উইন্ডো পেয়ে যাবেন , application number সাবমিট করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার এডমিট কার্ডটি ।

2023 ctet কত জন দিয়েছিল?


2023 এর CTET পরীক্ষা দিয়েছিল 25 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ।


কতজন পরীক্ষার্থী সফল হয়েছিল?


কিন্তু সফল হয়েছিল প্রায় চার লক্ষ পরীক্ষার্থী ।

পরীক্ষা কি আঞ্চলিক ভাষাতে দেওয়া যায়?

সারা দেশ ব্যাপী পরীক্ষাটি হয়ে থাকে প্রায় সব আঞ্চলিক ভাষাতে ই। তবে ইংরেজির উপরে জোর দেয়া হয় । 

এই পরীক্ষায় দুটি পার্ট এ নেওয়া হয় । 

প্রাইমারি ও উচ্চ প্রাইমারি দুটো কি আলাদা পেপার ?


Paper 1 :পরীক্ষাটি হয় ক্লাস ওয়ান থেকে ৫ পর্যন্ত (primary)

Paper 2 : 6-8 (upper primary)


CTET exam এর গুরুত্ব :


বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের পরীক্ষায় CTET উত্তীর্ণ না থাকলে বসা যায় না । এমনকি কিছু কিছু রাজ্যে সিটেট উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি সেই রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারে ।

সেই জন্য এই পরীক্ষার গুরুত্ব সারাদেশব্যাপী রয়েছে ।

যদিও এই পরীক্ষা পাস করলেই শিক্ষক হওয়ার কোন গ্যারান্টি থাকে না । 


পশ্চিমবঙ্গে এই পরীক্ষার গুরুত্ব কতটা : 


পশ্চিমবঙ্গের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ডাবলু বি টেট হয় সেটাকে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে । সি টি ই টি কোয়ালিফাইড পরীক্ষার্থীদের ইন্টারভিউ তে ডাকা হয় না পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে । পশ্চিমবঙ্গের প্রাথমিক নিয়োগে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য অবশ্যই তাকে WBTET পাশ করতে হয় ।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.