This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Friday, 29 December 2023

CTET ADMIT CARD RELEASE DATE 2024

 CTET ADMIT CARD RELEASE DATE 


CTET exam date 2024


CTET ( Central Teachers eligibility test) 2024 

পরীক্ষা এবছর শুরু হবে 21 জানুয়ারী থেকে। 

সারা দেশ ব্যাপী এই পরীক্ষা নিয়ে থাকে CBSE। 

সারা দেশ ব্যাপী এই অনেক গুলো shift এ নেওয়া হয়। 




CTET 2024 ADMIT CARD RELEASE DATE:


২০২৪ এর জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে সিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে এডমিট কার্ড CBSE এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে । 10 বা 15 January থেকে admit Card download link টি ওপেন হবে।


কিভাবে ডাউনলোড করব ctet 2024admit card ?




এই এডমিট কার্ড ডাউনলোড করতে ভিজিট করতে হবে

https://ctet.nic.in/


ক্লিক করুন এখানে


এখানে ডাউনলোড উইন্ডো পেয়ে যাবেন , application number সাবমিট করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার এডমিট কার্ডটি ।

2023 ctet কত জন দিয়েছিল?


2023 এর CTET পরীক্ষা দিয়েছিল 25 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ।


কতজন পরীক্ষার্থী সফল হয়েছিল?


কিন্তু সফল হয়েছিল প্রায় চার লক্ষ পরীক্ষার্থী ।

পরীক্ষা কি আঞ্চলিক ভাষাতে দেওয়া যায়?

সারা দেশ ব্যাপী পরীক্ষাটি হয়ে থাকে প্রায় সব আঞ্চলিক ভাষাতে ই। তবে ইংরেজির উপরে জোর দেয়া হয় । 

এই পরীক্ষায় দুটি পার্ট এ নেওয়া হয় । 

প্রাইমারি ও উচ্চ প্রাইমারি দুটো কি আলাদা পেপার ?


Paper 1 :পরীক্ষাটি হয় ক্লাস ওয়ান থেকে ৫ পর্যন্ত (primary)

Paper 2 : 6-8 (upper primary)


CTET exam এর গুরুত্ব :


বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের পরীক্ষায় CTET উত্তীর্ণ না থাকলে বসা যায় না । এমনকি কিছু কিছু রাজ্যে সিটেট উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি সেই রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারে ।

সেই জন্য এই পরীক্ষার গুরুত্ব সারাদেশব্যাপী রয়েছে ।

যদিও এই পরীক্ষা পাস করলেই শিক্ষক হওয়ার কোন গ্যারান্টি থাকে না । 


পশ্চিমবঙ্গে এই পরীক্ষার গুরুত্ব কতটা : 


পশ্চিমবঙ্গের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ডাবলু বি টেট হয় সেটাকে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে । সি টি ই টি কোয়ালিফাইড পরীক্ষার্থীদের ইন্টারভিউ তে ডাকা হয় না পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে । পশ্চিমবঙ্গের প্রাথমিক নিয়োগে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য অবশ্যই তাকে WBTET পাশ করতে হয় ।




No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template