Mustafijur Rahman in CSK : from collision to coalition !
বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে তার base price 2 CR ভারতীয় টাকায় CSK দলভুক্ত হয়েছেন ।
মুস্তাফিজুর রহমান ও মহেন্দ্র সিং ধোনির controversy
19 June 2015 বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের এক দিবসীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন ধোনীর সাথে মুস্তাফিজুর রহমানের বিবাদ হয় । অনেক ক্রিকেট ভক্তদের এ কথা মনে রয়েছে । ডান হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান যখন ধোনীর বিপক্ষে বল করে, ধোনী তখন রান নিতে গেলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ধাক্কা লাগে তার যদিও এ ঘটনা মোস্তাফিজুর রহমান বাঁ ধোনী কেউই ইচ্ছাকৃতভাবে ঘটান নি । তবে এই ঘটনার জন্য ওই দিনের খেলার ম্যাচের থেকে ধোনীর ৭৫% ম্যাচ ফি কেটে নয় আইসিসি। এবং মুস্তাফিজুর রহমানের ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয় আইসিসি ।
মনে রাখতে হবে এই ম্যাচটাই ছিল মোস্তাফিজুর রহমানের প্রথম আন্তর্জাতিক এক দিবসীয় ম্যাচ ।
এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় পার করেছে ধোনী ও বর্তমানে অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে । যদিও তিনি এখন আইপিএল খেলে থাকেন চেন্নাই সুপার কিংসের হয়ে ।
মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন নাম জাদা ফাস্ট বোলার । আন্তর্জাতিক ক্রিকেটে ও তা সুনাম রয়েছে । তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন । আগের আইপিএল সিজনে মুস্তাফিজুর দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছিল । আইপিএলে তার পারফরমেন্স উঁচু দরের ।
From collision to coalition !
সেই বিতর্কিত ভিডিওটা দেখুন ক্লিক করুন এখানে
MSD র সাথে কলিশন দিয়ে আন্তর্জাতিক সফর শুরু করে মুস্তাফিজুর এবং এখন সেই তিনি মহেন্দ্র সিং ধোনির দলে খেলবেন । এবছরের auction এ চেন্নাই সুপার কিংস তাকে 2 কোটি টাকা দিয়ে তাদের দলে নিয়েছে । CSK সমর্থকরা মুখিয়ে রয়েছে এই মেলবন্ধন জুটির খেলা দেখবার জন্য । এবং এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে একটা শুভ বার্তা নিয়ে এসেছে । ভারত ক্রিকেট বিশ্বকাপ হারার পর বাংলাদেশে দেখা গিয়েছিল জয়ের উল্লাস যা ভারতীয় সমর্থকদের সত্যিই ব্যথা দিয়েছিল অনেকে হয়তো তা ভুলতেও পারেনি তবে একমাত্র বাংলাদেশ প্লেয়ার হিসেবে এবার আইপিএল অকশন এ মুস্তাফিজুর রহমান খেলবেন এবং সিএসকে তে খেলবেন যা সত্যি দুই দেশের মধ্যে বরফ অনেকটা গলাবে ।