Sandeep Maheshwari vs. Vivek Bindra:
BIGGEST SCAM CONTROVERSY🤷🤷
Controversy র সূচনা:
সন্দীপ মহেশ্বরী তার ইউটিউব চ্যানেলে ১১ ডিসেম্বর ২০২৩ একটা ভিডিও পোস্ট করেছিলেন যার টাইটেল ছিল Big Scam Exposed . যেখানে তিনি কথোপকথন করছিলেন কয়েকজনের সঙ্গে এবং আলোচনা করছিলেন বিজনেস কোর্স নিয়ে । এই আলোচনার মাধ্যমে উঠে আসে বিজনেস কোর্সগুলো কিভাবে বিক্রি করা হয় তারপর যারা ক্রয় করে তাদেরকেও অন্যদের কাছে বিক্রি করতে বলা হয় যার দ্বারা ক্রয়কারীরাও লাভবান হয় । কিন্ত এই সমস্ত পপুলার কোর্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বড় বড় মোটিভেশনাল স্পিকারদের ।এই আলোচনায় উঠে আসে বিজনেস কোর্স এর নামে বেশ কিছু কোম্পানি বিপুল পরিমাণ টাকা অর্জন করে চলেছে কিন্তু ক্রয় কারীদের সেই অর্থে লাভ হচ্ছে না ।
সন্দীপ মহেশ্বরী দাবি করেন এই কোর্সগুলো ইউটিউবে ফ্রিতেও করানো সম্ভব ।
DR BINDRA র উত্তর :
এই ভিডিওটা ইন্টারনেটে আপলোডের পর তা তুমুল বেগে ভাইরাল হতে শুরু করে । এবং ইন্টারনেটে বেশিরভাগ লোকই Vivek Bindra দিকে আঙ্গুল তোলেন । কিছু সময়ের মধ্যে গোটা ইন্টারনেট দুনিয়া বিভক্ত হয়ে যায় দুটি ভাগে কেউ কেউ সন্দীপ মহেশ্বরীর পক্ষে কথা বলেন কেউ কেউ বিবেক বিন্দ্রা র পক্ষে কথা বলেন । এভাবেই controversy টা জোরদার হয়ে ওঠে ।
18 ডিসেম্বর বিবেক বিন্দ্রা এই সমস্ত কিছুর জবাবে একটা ভিডিও শেয়ার করেন যার টাইটেল
JANEMAN BIGGEST CONTROVERSY। BIGGEST PROGRAM। BIGGEST ATTACK - DR VIVEK BINDRA
এই ভিডিওতে ডক্টর বিন্দ্রা সন্দীপ মহেশ্বরীর তোলা প্রশ্নগুলোর উত্তর দেন । এবং সন্দীপ মহেশ্বরী কে তার সামনাসামনি কথোপকথনের চ্যালেঞ্জ রাখেন । এবং তিনি আরো কিছু ভিডিও সিরিজ এর মধ্য দিয়ে সন্দীপ মহেশ্বরী তোলা প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন ।
সন্দীপ মহেশ্বরী ও জানিয়েছেন তিনি তার স্টান্ড থেকে পিছু হাটবেন না ।
সন্দীপ মহেশ্বরী ও বিবেক বিন্দ্রা দুজনেই ইউটিউব জগতের খুব নামজাদা ব্যক্তি, এবং তাদের প্রভাব যুব সমাজের মধ্যে রয়েছে । দুজনেই খুব জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার । তাই আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে । এবং যদি কোন স্ক্যাম হয়ে থাকে তবে তা বন্ধ হবে ।