Lpg gas ekyc//lpg gas aadhar link
বেশ কয়েক দিন ধরে চলছে এলপিজি গ্যাস কানেকশন এর সাথে আধার লিঙ্ক বা ekyc আপডেট এর কাজ ।
গ্যাস তুলে নেওয়া এবং এই সম্পর্কিত নানা জালিয়াতি রুখতে কেন্দ্র সরকারের থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল প্রত্যেক এলপিজি গ্যাস ধারকদের ekyc আপডেট করতে হবে ।
জোর কদমে চলছে এলপিজি গ্যাস কানেকশন এর সঙ্গে আধার লিঙ্কিং এর কাজ বা ekyc আপডেট এর কাজ । 31 এ December এই কাজ শেষ হবে। তবে দিন বৃদ্ধি করা হতে পারে।
ekyc update পদ্ধতি :
ekyc আপডেট করতে আপনি আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর সঙ্গে যোগাযোগ করতে পারেন । বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটাররা ekyc আপডেটের কাজ করছে । এক্ষেত্রে আপনার দরকার
১. Addhar card
২. Mobile number
৩. Gas book
Ekyc online addhar link :
অনলাইন এ বাড়ি বসে ekyc সাবমিট করতে পারবেন ।
তার জন্যে follow করতে পারেন এই সরকারি ওয়েবসাইট টি
MyLpg.in
এখানে ভিজিট করলে আপনি
1. HP
2. BHARAT GAS
3.INDANE
এই তিনটি গ্যাস এর picture দেখতে পাবেন। আপনার যে গ্যাস কানেকশন রয়েছে আপনি সেই গাছটিতে ক্লিক করবেন ।
Click করার সাথে সাথে আপনার সামনে একটা ইন্টারফেস খুলে আসবে সেখানেই আপনাকে সাবমিট করতে হবে আপনার বিভিন্ন তথ্যগুলো এবং আধার নাম্বার। এর সাথে সাথে আপনাকে PASSWORD CREATE করে রাখতে হবে ।একেবারে বিনামূল্যেই এটা আপনি বাড়ি বসে করতে পারেন।
FAQS
1 . ADDHAR LINK না করলে কি গ্যাসের সাবসিডি বন্ধ হবে?
আপাতত বন্ধ হবে না ।
সরকারের তরফ থেকে এখনো এই ধরনের কোন নির্দেশিকা আসেনি । তবে গ্যাস কানেকশনের সমস্ত ধরনের সুযোগ সুবিধা বজায় রাখতে এই ekyc আপডেট করা অবশ্যই প্রয়োজন ।
2. এলপিজি ইকেও ওয়াইসি আপডেট কি করে করব ?
আপনি আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারাই আপনার এই কাজটি সম্পন্ন করে দেবে তার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আধার কার্ডের লিংকিং এর মাধ্যমে ।
এছাড়া MyLpg.in ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখান থেকেও আপনি অনলাইনে আধার লিঙ্ক করতে পারবেন ।
3. Ekyc আপডেট করার শেষ তারিখ কবে?
31 ডিসেম্বর কি কি আপডেট করার শেষ তারিখ । তবে তারিখ বাড়ানো হতে পারে ।
4. Ekyc update কেনো করবো?
গ্যাস কানেকশন সম্পর্কিত নানান সুযোগ সুবিধা পেতে , সাবসিটি বজায় রাখতে আপনাকে ekyc সাবমিট করতে হবে । বর্তমানে সরকার চাইছে সবকিছু অনলাইনের মাধ্যমে করতে , এটা সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।