Indian Post GDS recruitment 2024

 Indian Post GDS recruitment 2024 

ভারতীয় ডাক সেবক পদে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি ,নিয়োগ প্রক্রিয়া, আবেদন খরচ , আবেদনের তারিখ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব এই আর্টিকেল এ ।



ভারতীয় ডাক সেবক নিয়োগে যোগ্যতা :

আবেদনকারীকে অবশ্যই কেন্দ্র অথবা রাজ্য সরকারের অধীনস্থ বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে । এবং আবেদনকারীর বয়স হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে । SC ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য বয়সের ছাড় থাকবে পাঁচ বছর। ST ক্যাটেগরের ছাত্র-ছাত্রীদের জন্য বয়সের ছাড় থাকবে পাঁচ বছর । 

OBC ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য বয়সের ছাড় থাকবে তিন বছর ।


ভারতীয় ডাক সেবক নিয়োগে আবেদন পদ্ধতি : 


ভারতীয় ডাক সেবা পদে নিয়োগের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ ভিজিট করতে হবে । এখানেই তারা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবে । 

১. প্রথমে ভিজিট করুন ইন্ডিয়ান পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট

২. গ্রামীণ ডাক সেবক বাজিয়ে ডি এস রিক্রুটমেন্ট ট্যাব এ ক্লিক করুন

৩. এরপর আপনার সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত এবং অন্যান্য তথ্যাদি যথাস্থানে পূরণ করুন 

৪. এরপর এপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন তারপর আপনার অ্যাপ্লিকেশন টি সাবমিট করুন। 


এপ্লিকেশন ফি : 


ভারতীয় গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিলাপে SC, ST, OBC এবং শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরিভুক্ত ছাত্র-ছাত্রীদের কোন প্রকার আবেদন মূল্য লাগেনা । এছাড়া মহিলাদেরও এপ্লিকেশন ফি লাগে না। 

উপরিউক্ত ক্ষেত্র গুলো বাদে সমস্ত আবেদনকারী কে মাত্র একশত টাকা (১০০) আবেদন ফি হিসেবে গ্রহণ করা হয়।


ভারতীয় ডাক সেবক(Indian post GDS )পদে নিয়োগে ২০২৪ সালের শূন্য পদ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য : 

Indian post GDS বা ভারতীয় ডাক সেবক পদে নিয়োগের ২০২৪ সালে পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য সম্ভাব্য শূন্য পদ ,

বাংলা ভাষা : 2016

ভুটিয়া লেপচা নেপালি : 44

হিন্দি /ইংলিশ: 56

নেপালি :18

পশ্চিমবঙ্গের জন্য মোট শূন্য পদ : 2133

সমগ্র ভারতব্যাপী ভারতীয় ডাক সেবক পদে নিয়োগের শূন্য পদ 30047 টি।


ভারতীয় ডাক সেবক পদে নিয়োগ পদ্ধতি : 

ভারতীয় ডাক সেবক পদে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা হয় না । মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয় । আবেদনকারীদের merit এর ভিত্তিতে ই তাদের নিয়োগ সম্পন্ন হয় । যাদের মাধ্যমিকের ফলাফল খুবই ভালো তাদের জন্য ভারতীয় ডাক সেবক পদে আবেদন করা অবশ্যই প্রয়োজন দ্রুত খুব ভালো সরকারি চাকরি পেতে । শূন্য পদের হিসেবে মেরিট লিস্টের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই ভারতীয় ডাক সেবক পদে নিয়োগ করা হয়ে থাকে । 

Application date:

 Indian post recruitment department এর তরফ থেকে খুব শীঘ্রই নোটিফিকেশন দিয়ে জানানো হবে কবে থেকে ভারতীয় ডাক সেবক পদে আবেদন করা যাবে । যারা ভারতীয় ডাক সেবক পদে আবেদন করতে চান তারা অবশ্যই ভারতীয় ডাক বিভাগের আধিকারিক ওয়েবসাইটটি ফলো করবেন। 

অফিসিয়াল ওয়েবসাইট লিংক : INDIAN POST

Comments

As said…
Help full information

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার