WB TET RESULT 2024 // প্রাথমিক টেট পরীক্ষা র রেজাল্ট !

WB PRIMARY TET RESULT 2024 UPDATE at wbbpeonline.com// প্রাথমিক টেট পরীক্ষা র রেজাল্ট !


 24 December এ রাজ্যে primary TET পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। (West Bengal Board Of Primary Education)WBBPE প্রতি বছর December মাসে টেট পরীক্ষা নিচ্ছে 2022 সাল থেকে। চলতি বছরের জানুয়ারি মাসে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতে চলেছে West Bengal board primary education . 



নিয়োগ দুর্নীতির গ্যাড়াকল এর মাঝেই অনুষ্ঠিত হয়েছে এবারের টেট , এই বছর প্রাথমিকের টেট পরীক্ষায় অংশ নিয়েছিল সাড়ে 6 লক্ষ প্রার্থী । পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির হার ছিল ভালো । তবে প্রশ্নপত্র ছিল এবছর বেশ কঠিন । কিছু কিছু প্রশ্ন ২০১৭ সালের কঠিন প্রশ্ন গুলো কেউ হার মানিয়েছে । 


 

WB PRIMARY TET

AUTHORITY
WBBPE
Exam Name
WBTET
EXAM MODE
OFFLINE
NUMBER OF QUESTION
150
FULL MARKS
150
DURATION
3 HOURS
NEGATIVE MARKS
NO NEGATIVE
SUBJECTS
5
EACH SUBJECT CONTAINS
30 QUESTIONS
QUALIFYING MARKS
60%
EXAM DATE
24/12/2023
RESULT
TO BE ANNOUNCED
WEBSITE

পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক পদে নিয়োগ পেতে । যে সমস্ত প্রার্থীরা ডি এল এড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নামক কোর্স টি করেছে তারা প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারে । এই পরীক্ষা পাস করার পরে ইন্টারভিউতে বসবাস সুযোগ পায় পরীক্ষার্থীরা । 

WB PRIMARY TET পরীক্ষায় দেড়শ নম্বরের MCQ প্রশ্ন থাকে । পাঁচটি বিষয়ের উপরেই পরীক্ষার্থী নেওয়া হয়ে থাকে । প্রতিটি বিষয় থাকে ৩০ নম্বরের প্রশ্ন । এই পাঁচটি বিষয় হলো শিশু মনস্তত্ত্ব ও শিশু বিকাশ, প্রথম ভাষা (বাংলা ),দ্বিতীয় ভাষা (ইংরেজি) ,গণিত, পরিবেশ । 

SUBJECTS IN WBTET EXAM

CHILD DEVELOPMENT AND PEDAGOGY
30
FIRST LANGUAGE (BENGALI)
30
SECOND LANGUAGE (ENGLISH)
30
MATHEMATICS
30
ENVIRONMENTAL STUDIES
30
TOTAL MARKS
150

শিশু মনস্তত্ত্ব ও শিশু বিকাশ বিষয় থাকে ৩০ টি প্রশ্ন , আর 

প্রত্যেকটি বিষয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন ১৫ টি এবং পেডাগজিক্যাল প্রশ্ন পনেরোটি করে থাকে। এই সমগ্র পরীক্ষাটি হয় তিন ঘন্টায় । একজন পরীক্ষার্থী এই পরীক্ষাটি দিয়ে থাকে omr sheet এ অর্থাৎ পরীক্ষাটি হয় অফলাইন ভিত্তিক । 




QUALIFYING MARKS CATEGORYWISE

SC
55% (82)
ST
55% (82)
OBC
55% (82)
GENERAL
60% (90)

একজন পরীক্ষার্থী ৬০ শতাংশ নাম্বার পেলে তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য করা হয় । তবে ক্যাটেগরি ওয়াইস এই কোয়ালিফাইড মার্ক এর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে । জেনারেল ক্যান্ডিডেটদের নব্বই নম্বর পেতে হয় অর্থাৎ 60% । অন্যদিকে এসসি এসটি ওবিসি প্রার্থীদের ৫৫ শতাংশ নাম্বার পেতে হয় অর্থাৎ দেড়শ এর মধ্যে ৮২ নম্বর এই পরীক্ষা কোয়ালিফাই করতে ।

এই টেট পরীক্ষা দিলে কিন্তু চাকরি হয় না তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাকরি পেতে হলে এই টেট পরীক্ষা আবশ্যিকভাবে পাশ করতে হয় অর্থাৎ এই পরীক্ষাটি হল কোয়ালিফাইং প্রকৃতির । এই পরীক্ষার কোন নির্দিষ্ট cut off marks হয় না । এই পরীক্ষায় নেই কোন নেগেটিভ মার্কস ,প্রত্যেকটি প্রশ্নের জন্য ধার্য থাকে এক নম্বর ।

এবার টেট এ কত জন কোয়ালিফাই করতে পারে?


 TET's WEIGHTAGE in WB PRIMARY TET ACADEMIC SCORE 


প্রাথমিক শিক্ষক নিয়োগে একাডেমিক স্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । প্রাথমিক নিয়োগে এই একাডেমিক স্কুল ছটি বিষয়ের উপর নির্ভর করে হিসাব করা হয় সেগুলি হল টেট ,মাধ্যমিক , উচ্চমাধ্যমিক, ডি এল এড , এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ইন্টারভিউ । টেট পরীক্ষা 150 নম্বরের হলেও একাডেমিক স্কোরে এর weightage 5 . যেখানে মোট একাডেমিক স্কুল 50. 

খুব সহজেই 

হিসাব করুন WB PRIMARY TET ACADEMIC SCORE



WB PRIMARY TET

WB PRIMARY TET ACADEMIC SCORE

TET
5
MADHYAMIK
5
HS
10
D EL ED
15
EXTRA CURRICULAR ACTIVITIES
5
INTERVIEW/VIVA
10
TOTAL ACADEMIC SCORE
50


কিভাবে দেখবে WB TET RESULT 2024

নিম্নে প্রদত্ত সহজ ধাপগুলো ফলো করুন সহজে দেখতে WB PRIMARY TET RESULT 2024

1. প্রথমে ভিজিট করবেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট

2. এই ওয়েবসাইটের প্রাইমারি টেট ২০২৩ সেকশনে ভিজিট করতে হবে 

3. প্রাইমারি টেট ২০২৩ সেকশনে রেজাল্ট অপশনে ভিজিট করতে হবে

4. রেজাল্ট সেকশনে ক্লিক করলে একটা window ওপেন হবে যেখানে আপনি ফেল করবেন আপনার রোল নাম্বার , জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি ।

5. এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাবমিট করার পর আপনি পেয়ে যাবেন আপনার রেজাল্ট । 

6. আপনি আপনারাই রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন । এবং প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করেও নিতে পারবেন ।

Official website: www.wbbpeonline.com

Result পাবেন এখানে


আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ুন ।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.