Bpsc tre 3.0 পরীক্ষার নতুন তারিখ//bpsc tre 3.0 re - exam date

 Bpsc tre 3.0 পরীক্ষার নতুন তারিখ//bpsc tre 3.0 re - exam date




Bpsc tre 3.0 পরিক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং দ্রুত তাঁর নিষ্পত্তি ঘটিয়ে পরিক্ষা বাতিল হয়েছিলো। সেই পরিক্ষার re - exam date চূড়ান্ত হয়ে গিয়েছে । প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের এই পরিক্ষা হতে চলেছে 7-15 জুন । বিহার পাবলিক সার্ভিস কমিশন এই পরিক্ষা টি দুটি শিফ্ট এ নেবে আগের মতোই। প্রথম শিফ্ট এ 6-8 ( upper primary) ও পরবর্তি শিফ্ট এ 1-5 (প্রাইমারি) । 


BPSC TRE 3.0 RE EXAM DATE 2024

• Board: Bihar Public Service Commission
• Exam Name: BPSC TRE 3.0 2024
• Re-Exam Date: 7-15 June 2024
• Admit Card: Will be available soon
• Exam Centre: Various centres in Bihar
• Official Website: bpsc.bih.nic.in
• Exam Mode: Offline
• Post: Primary and Upper Primary
• Domicile: Not Applicable


Bpsc tre re exam admit card download


 Bpsc tre 3.0 re exam অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই বিপিএসসি র অধিকারিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরিক্ষার আবেদন করেছিলেন তারা ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নিতে পারবে। 

• প্রথমে ভিজিট করতে হবে বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। 

• ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে । 

• লগইন সম্পন্ন হলে এডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। 

• এরপর অটোমেটিক আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে । এই অ্যাডমিট কার্ডের কপি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে । এই কপি নিয়েই একমাত্র পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া যাবে । 


Details mentioned in bpsc tre 3.0 admit card: 


বি পি এস সি প্রদত্ত এডমিট কার্ডে যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো নিম্নরূপ - 

• পরীক্ষার তারিখ

• পরীক্ষা কেন্দ্রের নামও ঠিকানা

• পরীক্ষা কেন্দ্রের - centre code

• রোল নাম্বার

• এপ্লিকেশন নাম্বার

• ফটোগ্রাফ ও সিগনেচার 

• পরীক্ষা সম্বন্ধীয় নানারকম বিধি-নিষেধ এর বিবরণী । 

• আবেদনকারীর নাম

•আবেদনকারীর বাবার নাম

• আবেদনকারীর লিঙ্গ

• পরীক্ষার ধরন

• আবেদনকারীর জন্ম তারিখ 


Bpsc tre তে কারা কারা বসতে পারে, exam pattern কেমন হয়, দেখে নিতে ক্লিক করুন নিচে -


BPSC TRE Eligibility and Details Information

BPSC TRE Eligibility and Details Information

Visit the website





Comments

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার