This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Wednesday, 24 April 2024

Kolkata High court on Food si 2024 //ফুড এস আই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ,সিআইডি তদন্তের নির্দেশ

 Kolkata High court on Food si 2024 //ফুড এস আই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ,সিআইডি তদন্তের নির্দেশ



পশ্চিমবঙ্গে FOOD SI পদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ দিলো কোলকাতা হাইকোর্ট। 2023 সালের 23 আগস্ট থেকে ফুড এস আই পদে আবেদন শুরু হয় এবং এই আবেদন চলে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই পদের পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল এবছর ১৬ ও ১৭ ই মার্চ তারিখে , ছয়টি শিফটের মধ্য দিয়ে । পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোখে পড়বার মতো। মোট পরীক্ষার্থী অংশ নিয়েছিল ১২ লক্ষ এর উপরে। 

কিন্তু এই পরিক্ষা নিয়েই উঠে এসেছে বিপুল অনিয়মের অভিযোগ । সামাজিক মাধ্যমে পরিক্ষা শুরুর আগে থেকেই প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ। এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয় ছাত্র ও শিক্ষক মহল । তাদের তরফ থেকে নানান তথ্য প্রমাণ তুলে ধরা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে, তারই প্রেক্ষিতে আদালত ফুড এসআই 2024 নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রদান করলো। 


FOOD SI 2024 RECRUITMENT স্থগিতাদেশ প্রদানের কারণ: 


Food si পরিক্ষার পর ই উঠে আসে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ । বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিক্ষা র আগে থেকেই ঘুরতে শুরু করে প্রশ্ন। বহু পরীক্ষার্থী উত্তর লিখে আনে পরিক্ষার হলে। কোনো কোনো পরীক্ষার্থী কে দেখা যায় পরিক্ষা কক্ষে প্রবেশের আগে মুঠো ফোনে উত্তর দেখে নিতে। আর এই সব ঘটনায় সামাজিক মাধ্যমে viral হয়েছে। এর ফলস্বরূপ ছাত্র শিক্ষকেরা বেশ কিছুদিন ধরেই পিএসসির বিরুদ্ধে আন্দোলন অভিযান চালিয়ে যাচ্ছিল । এবং তারা পি এস সি ঘেরাও অভিযানও নিয়েছিল ।

বলে রাখি এরই মধ্যে গ্রেফতার হয়েছে বেশ কিছু জন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে।

নানান তথ্য প্রমাণ আদালতে পেশ করেন ছাত্র শিক্ষক মহল তার প্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্ট এই নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে এবং সিআইডিকে এই মামলার তদন্ত শুরু করতে বলেছে। এবং এই তদন্তের রিপোর্ট আদালতে 22 May -র মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজা শেখর মান্থা। 

No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template