SSC 2016 PANEL INVALID//এসএসসি ২০১৬ প্যানেল বাতিল

 SSC 2016 PANEL INVALID//এসএসসি ২০১৬ প্যানেল বাতিল 



কলকাতা হাইকোর্টের তরফ থেকে SSC 2016 RECRUITMENT এর বিরুদ্ধে ঐতিহাসিক রায় দান সম্পন্ন হলো আজ। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এইতিহাসিক রায়ে বাতিল করলো 2016 এর SSC সম্পুর্ণ প্যানেল । নবম,দশম,একাদশ দ্বাদশ , গ্রুপ ডি, গ্রুপ সি পদের প্রায় 25753 জনের চাকরি বাতিল করা হলো। গোটা প্যানেল কে " null and void" বলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিচারপতিরা এই মামলার রায় ঘোষণার সময় তুলে ধরেছেন সেগুলি হল - 


•সব omr sheet এসএসসি এর সার্ভার এ আপলোড করতে হবে । 

•সিবিআই কে নির্দেশ দেয়া হয়েছে তদন্ত চালিয়ে যেতে। 

• ফেরত দিতে হবে সব বাতিল প্রার্থীদের স্যালারি , মাত্র চার সপ্তাহের মধ্যেই। 12 % সুদের হারে মাইনের সমস্ত টাকা ফেরত দিতে হবে। 

• শুধু মাত্র সোমা দাসের চাকরিটা যাচ্ছে না, যাকে humanitarian ground এ চাকরী দেওয়া হয়েছে। ( সোমা দাস একজন ক্যান্সার আক্রান্ত রোগী। )

• পুনঃ মূল্যায়নের  মধ্য দিয়ে  যোগ্য প্রার্থী দের নিয়োগ করতে হবে। 

•স্বচ্ছ ভাবে নিয়োগের জন্য নতুন করে টেন্ডার ডাকতে হবে সরকারকে। 


এই রায় দানের পর আন্দোলন রত চাকরী প্রার্থীদের মধ্যে খুশির সঞ্চার হয়েছে । তবে তাঁদের দাবি যোগ্য প্রার্থীরা যেনো বাদ না যায় এবং যারা দীর্ঘদিন ধরে আন্দোলন রত অবস্থায় রয়েছে  তাদের চাকরী ও যেনো সুনিশ্চিত হয়। বিচার পতি অভিজিৎ গাঙ্গুলী র রায় ও বহাল থাকলো ডিভিশন বেঞ্চের রায়ে। 

Comments

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার