wb ssc 2016 judgement highlihts//এসএসসি 2016 রায়ের গুরুত্বপূর্ন আপডেটস

wb ssc 2016 judgement highlihts//এসএসসি 2016 রায়ের গুরুত্বপূর্ন আপডেটস 


22/04/2024 SSC 2016 সালের সম্পূর্ণ নিয়োগ বাতিল করলো মহামান্য কলকাতা হাইকোর্ট। বিচারপতি অনিরুদ্ধ বসাক ও বিচারপতি সব্বার রশিদী র ডিভিশন বেঞ্চ  ২৮০ পৃষ্ঠার রায় প্রদান করে। সমগ্র দেশের কাছে এ এক বিরল রায় দান। এই জাজমেন্ট এর পর বেশ কিছু প্রশ্ন প্রত্যেক এর মনে উঠতে শুরু করেছে যেমন - 

° সম্পূর্ণ প্যানেল টি বাতিল করার প্রয়োজন হলো কেনো?

° মাইনের টাকা কি সবাই কে ফেরত দিতে হবে? 

° এই লিস্টের যোগ্য প্রার্থীরা কীভাবে আবার চাকরী পাবেন? 

° নতুন রা কি সুযোগ পাবে এই নিযোগে? 

° ssc বা slst এর নতুন নিয়োগ কি আর হবে না? 




• সম্পুর্ণ প্যানেল বাতিলের কারন - 

২০১৬ এর এসএসসি মামলার ২৮০ পৃষ্ঠার রায়ে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে প্যানেল বাতিলের কারন নিয়ে সমস্ত যুক্তি তুলে ধরা হয়েছে। সাদা খাতা জমা দিয়ে, রাঙ্ক জাম্প করিয়ে, supernumeric পোস্ট তৈরী করে প্রায় 8000 এর মত বা তার বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরী প্রদান করা হয়েছে বলে সিবিআই তদন্তের মাধ্যমে জানতে পেরেছে। এছাড়া এসএসসি ও শিক্ষা বোর্ডের কাছে omr copy ও সঠিক প্রমাণ কোর্টের তরফ চাওয়া হলে সরকার পক্ষ বিশেষ সদুত্তর দিতে পারেননি। তাই ডিভিশন বেঞ্চ সম্পুর্ণ প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিভিশন বেঞ্চ রায়ে উল্লেখ করেছেন এই রায় প্রদান করতে তারা বাধ্য হয়েছেন কারন সরকার পক্ষ সঠিক তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। 


• সুপ্রিম কোর্টে কী সরকার যাচ্ছে এই জাজমেন্ট এর বিরুদ্ধে ? 

রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় এরই মধ্যে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। চাকরি হারাদের মধ্যে যোগ্য প্রার্থীরা ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন যাতে তাদের চাকরী না চলে যায়। 


• মাইনের টাকা কি সবাই কে ফেরত দিতে হবে? 

মাইনের টাকা সবাই কে ফেরত দিতে হবে না। 8000 এর মতো সংখ্যক ক্যান্ডিডেট দের মাইনের টাকা 12% সুদের হারে ফেরত দিতে হবে। যারা দুর্নীতির মধ্য দিয়ে চাকরী পেয়েছেন। 


• এই লিস্টের যোগ্য প্রার্থীরা কীভাবে আবার চাকরী পাবেন? 

যোগ্য প্রার্থী যারা এই সম্পুর্ণ লিস্টের মধ্যে রয়েছে তাদের চাকরী অবশ্যই সুনিশ্চিত করার কথা বলেছে মহামান্য কলকাতা হাইকোর্ট । সরকার কে বলা হয়েছে নতুন করে টেন্ডার ডেকে এই প্রাথীদের পুনঃ মূল্যায়ন করতে। এই পুনঃ মূল্যায়নের মাধ্যমে তারা আবার চাকরিতে থাকতে পারবেন। 

যারা বঞ্চনার শিকার হয়ে যোগ্য হওয়া সত্ত্বেও ২০১৬ প্যানেল অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের মধ্যে বহু সংখ্যক প্রার্থীর চাকরী পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই জাজমেন্ট এর প্রভাবে ।


•নতুন রা কি সুযোগ পাবে এই নিযোগে?


একেবারে fresh candidate রা এই নিয়োগে সূযোগ পাবেনা। ২০১৬ এসএসসি কোয়ালিফাই করা প্রার্থীরাই এই পুনঃ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। 


° ssc বা slst এর নতুন নিয়োগ কি আর হবে না?

হ্যা অবশ্যই হবে। যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন নতুন slst র জন্য অবশ্যই তাঁদের কিছুটা হলে স্বস্তির সংবাদ। তবে নতুন করে slst নিতে বেশ কিছু টা সময় লেগে যাবে, কম পক্ষে ৬ মাস। তার পর নতুন নোটিশ এনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে সরকার।যদিও সব টাই সরকারের সদিচ্ছার উপর নির্ভরশীল।


এসএসসি 2016 প্যানেল বাতিল বিষয়ে আরো পড়ুন। ক্লিক করুন এখানে ➡️ এসএসসি 2016 প্যানেল বাতিল


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.