2014 টেট মামলা: আবারো কি বাতিলের পথে 32 হাজার শিক্ষক?

2014 টেট মামলা: আবারো কি বাতিলের পথে 32 হাজার শিক্ষক? 



 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ দের মধ্যে থেকে প্রায় 32000 শিক্ষক নিয়োগ হয় । এই নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই মর্মে 2014 টেট এ শিক্ষক নিয়োগে র বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, যার তদন্ত ভার রয়েছে CBI এর হাতে। এই মামলার নিষ্পত্তি করণে, 2016 এসএসসি নিয়োগ মামলার মতোই পরিস্থিতি তৈরী হচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মানথার এজলাসে এই মামলার শুনানি চলছে। যোগ্য অযোগ্য প্রশ্নে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। 




2014 টেট মামলার বর্তমান অবস্থা : 


যোগ্য ও অযোগ্য দের প্রশ্নে 4 সপ্তাহের মধ্যেই জবাব দিতে হবে পর্ষদ কে। Original omr sheet এর soft copy চাওয়া হয়েছিল পর্ষদের কাছে কিন্তু পর্ষদ দিতে পারেনি যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ২০১৬ সাল এসএসসি নিয়োগের মতই। স্ক্যান কপির বদলে পর্ষদ চাইছে ডিজিটাইজড কপি কোর্টে সাবমিট করতে । কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে তরফ থেকে ডিজিটাল কপি প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে । কারন ডিজিটাইজড কপি ম্যানিপুলেট করা খুবই সহজ , সেক্ষেত্রে গলদ থেকে যেতে পারে । কোন প্রকারের ঝুঁকি নিতে চাইছে না মহামান্য হাইকোর্ট । 

সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল । ৩২ হাজারের মতো নিয়োজিত শিক্ষকের চিন্তা ক্রমশই বেড়ে চলেছে । পর্ষদ সঠিক প্রমাণ না দিতে পারলে আবারও একটা বড়সড়ো উলট ফের হতে চলেছে । পুরো প্যানেলটি বাতিল করার হুঁশিয়ারি ইতিমধ্যেই দেয়া হয়েছে মহামান্য হাইকোর্টের তরফ থেকে। 


Comments

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার