লক্ষ কণ্ঠে গীতা পাঠ ও প্রাথমিক টেট একই দিনে !

 লক্ষ কণ্ঠে গীতা পাঠ বিগ্রেডে ! 24/12/2023 বড়দিনের প্রাক্কালে হতে চলেছে এই বড় অনুষ্ঠান !




24 তারিখ রবি বার কলকাতার ঐতিহাসিক বিগ্রেড ময়দানে ঐতিহাসিক গীতা পাঠ অনুষ্ঠান সম্পন্ন হবে ।


এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সংস্কৃতি সংসদ , অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম । বেলা 11 টা নাগাদ সূচনা হবে অনুষ্ঠান টি। ইতিমধ্যেই হাজার হাজার সংখ্যায় পূর্ণার্থী ও সাধুসন্তেরা হাজির হয়েছে বিগ্রেড ময়দানে । অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে । 20 হাজার 8 টি শঙ্খের ধ্বনিতে অনুরণিত হবে বিগ্রেড ময়দান । 


এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে । 


পুরির মন্দিরের ধ্বজ , বিভিন্ন সু প্রসিদ্ধ মন্দিরের মাটি ইতি মধ্যে আনা হয়েছে। দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী ইতিম্যেই উপস্থিত হয়েছেন কলকাতায় , এই মহৎ অনুষ্ঠানে যোগদান করতে। 


প্রাথমিক টেট পরীক্ষা হবে এই একই দিনে:


এই একই দিনে এ রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষা রয়েছে । 

এই পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে । প্রাইমারি টেট এর দিন পরিবর্তন নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয় যদিও কলকাতা হাইকোর্ট দিন পরিবর্তন মামলায় বোর্ডের পক্ষেই রায় দিয়েছে এবং প্রাথমিকের টেটের দিন পরিবর্তন হয়নি ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.