ROBIN MINZ প্রথম আদিবাসী IPL CRICKETER !
ROBIN MINZ প্রথম ST (আদিবাসী) খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশ নিতে চলেছে । এই রবিন মিন্স ঝাড়খণ্ডের বাসিন্দা। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আদিবাসী সমাজের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস দেখা দিয়েছে ।
ধোনির রাজ্যের ছেলে রবিন , মহেন্দ্র সিং ধোনিকেই নিজের আইডল মনে করেন ।
First ST IPL CRICKETER ROBIN MINZ//প্রথম আদিবাসী আইপিএল প্লেয়ার রবিন মিনজ
এই রবিন মীনজ গুজরাট টাইটানসের (GUJRAT TITAN) হয়ে খেলবে এবারের আইপিএলে । গুজরাট টাইটান তাকে তিন দশমিক ছয় কোটি টাকায় (3.6 cr) তাদের ঘরে তুলেছেন এই রবিন মেন্স কে ।
রবিনের নাম যখন দুবাইতে auction এ আসে তখন তার জন্য বিড করে চেন্নাই সুপার কিংস , মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান ।
রবিন এর base price ছিল কুড়ি লক্ষ(20 lakh ) টাকা ।
ঘরোয়া ক্রিকেটে তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবেই পরিচিত তার স্ট্রাইক রেট ১৪০ এর উপর । নিজের প্রতিভার জোরে তিনি আজ উঠে এসেছেন একেবারে খবরের শিরোনামে । এই কিপার ব্যাটসম্যান পাওয়ার হিটার হিসেবেই পরিচিত ।