WBCS PRELIMINARY CUT OFF এবার এতো কম !
WBCS ANSWER KEY 2023 :
ডাবলুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আনসার কি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । ১৬ই ডিসেম্বর যে ডাবলু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে ২০০ টি পড়ে প্রশ্ন ছিল। মোট পেপার সেট ছিল চারটি ABCD। এই চারটি সেটের প্রশ্নপত্রের ANSWER KEY প্রকাশ করা করা হয়েছে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ।
ANSWER KEY কিভাবে ডাউনলোড করবো ?
1. প্রথমে ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে visit করতে হবে
https://wbpsc.gov.in
2 . তারপর আনসার কি লিংকে ক্লিক করতে হবে
3. প্রদত্ত অ্যানসার কি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ।
Cut off marks কতো হতে পারে ?
এবার WBCS পরীক্ষায় প্রশ্ন হয়েছে ডিফিকাল্ট প্রকৃতির ।
বেশিরভাগ প্রশ্নই DIFFICULT ছিলো। আর বাকি প্রশ্নগুলি
MODERATE TO DIFFICULT ছিলো। Easy প্রকৃতির প্রশ্ন ছিল না বললেই চলে ।
অনেক পরীক্ষার্থী এবার প্রশ্ন দেখে হতাশ হয়েছেন । তবুও পরীক্ষার্থীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিকার মাধ্যমে যা উঠে আসছে তাতে করে cut off কিছুটা এরকম হতে পারে
Unreserved category 105-110
SC 90-100
ST 80-90
OBC A 95-100
OBC B 95-100
কাট অফ কি বেশি হতে পারে ?
তবে বর্তমান কম্পিটিশনের যা হার তাতে করে cut off marks কিন্তু বৃদ্ধি ও পেতে পারে। বর্তমান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন যে রকমই আসুক না কেন cut off marks কিন্তু বেশি থাকছে প্রায় সমস্ত ক্ষেত্রেই । এরকম তাহলে কিন্তু প্রত্যেক ক্যাটাগরিতে cut off আগের বছরের মতো হতে পারে ।