DA HIKE FOR WEST BENGAL GOVT EMPLOYEES // মহার্ঘ্য ভাতা বৃদ্ধি 4% হারে !

 বড়ো দিনের আগেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর !




রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মীদের এবং পেনশন ভোগীদের শতাংশ হারে DA বৃদ্ধি করা হবে। 



এই ডি এ চালু হবে পয়লা জানুয়ারি থেকে । এর ফলে প্রায় 15 লক্ষ রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই চার শতাংশ দিয়ে বৃদ্ধির জন্য রাজ্য সরকারের ব্যয় 2400 কোটি টাকা প্রতি বছর হারে বৃদ্ধি পাবে । 



 মমতা ব্যানার্জি সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের নববর্ষের উপহার হিসেবে এই বৃদ্ধি করেছেন বলে দাবি করেছেন । 

 4 % DA বৃদ্ধির সাথে সাথে রাজ্য DA এর পরিমাণ হলো 10% । 

কেন্দ্র সরকারী কর্মচারী দের DA কত % জানেন ?

46 % হারে DA পাচ্ছেন এখন তারা। ফারাক এখনো অনেক । তবে মূল্য বৃদ্ধির বাজারে কর্মচারী দের অনেক সুরাহা হবে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.