NIOS D. EL. ED. Result hold in Bihar // প্রাথমিক নিয়োগে NIOS D EL ED invalid !

 NIOS D EL ED প্রার্থীদের রেজাল্ট হোল্ড করা হলো বিহারে ! 





বিহারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট ২০২৩ থেকে বাদ পড়তে চলেছেন NIOS D EL ED প্রার্থীরা । BPSC র অফিসিয়াল ওয়েবসাইটে 21/12/2023 একটি নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে বিষয়টি জানানো হয় । 


প্রাথমিক ও উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট ২০২৩ এর ফাইনাল রেজাল্ট ২৩ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে । এবং ২৫ ডিসেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ।


কিন্তু Nios থেকে d.el.ed করা প্রার্থীরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের রেজাল্ট হোল্ড করে রাখার কথা জানিয়েছে বিপিএসসি । 



28/11/2023 এর মহামান্য সুপ্রিম কোর্টের রায় : 


28/11/2023 এর মহামান্য সুপ্রিম কোর্টের রায় কে সামনে রেখে এই নির্দেশ । যে রায়ে বলা হয়েছিল ১৮ মাসের ডি এল এড কে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নিয়োগে  মান্যতা প্রদান করা হবে না ।





NIOS D EL ED NEWS 


NIOS D EL ED ইন সার্ভিস টিচারদের জন্য । এছাড়া এই কোর্সটি 24 মাসের নয় । এই জন্য তারা FRESH CANDIDATE হিসেবে PRIMARY RECRUITMENT এ অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে উত্তরাখন্ড হাইকোর্ট ইতিমধ্যেই রায় দান করেছে যার মান্যতা সুপ্রিম কোর্টও দিয়েছে । তাই সারা দেশব্যাপী কয়েক লক্ষ NIOS D EL ED প্রার্থীরা সংকটে পড়েছে । 


ইন সার্ভিস টিচারদের কী সমস্যা হবে ?

না। 

যে সমস্ত প্রার্থীরা এনআইওএস থেকে ডি এল এড করেছিল তারা আর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া থেকে এক কথায় বাদ পড়ে গেলেন । তবে ইন সার্ভিস টিচারদের কোন অসুবিধা হবে না ।

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নিয়োগে কি NIOS D EL ED রা অংশ নিতে পারবে?


কিন্তু মনে রাখতে হবে নতুন প্রাথমিক অথবা  উচ্চ প্রাথমিক নিয়োগে  তারা আর  অংশ নিতে পারবে না FRESH CANDIDATE হিসেবে।


এই রায় কী বদল হতে পারে?


যদিও BPSC জানিয়েছে  মহামান্য সুপ্রিম কোর্ট যদি পরবর্তী সময়ে এ বিষয়ে তার রায় বদল করে অথবা NCTE অন্য কোন সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রতিফলন চলতি প্রক্রিয়ায় ঘটবে । তবে সুপ্রীম কোর্টের রায় বদল হওয়ার সম্ভাবনা অনেক কম ।


Comments

Popular posts from this blog

Primary TET interview marks distribution

Madhyamik Mathematics Question PDF 2024

lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার