This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Sunday, 24 December 2023

World record at Bigrade // বিগ্রেডে তিনটি বিশ্ব রেকর্ড !

 বিশ্ব রেকর্ড লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে !





 অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম কর্তৃক আয়োজিত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান সু সম্পন্ন হয়েছে ।

প্রধনমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উপস্থিত না থাকলেও তিনি সকালেই পাঠিয়েছিলেন উদ্যোক্তা ও ভক্ত দের উদ্দেশ্যে শুভ বার্তা।

এই ধর্মীয় সম্মেলনে হাজির হয়েছিল দেশের নানা প্রান্তের সাধু সন্ত রা । দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহাশয় উপস্থিত ছিলেন এই অনুষঠানে । 


World record at Bigrade // বিগ্রেডে বিশ্ব রেকর্ড 


বঙ্গ বিজেপি র গুরুত্বপূর্ণ নেতা রা উপস্থিত ছিলেন এখানে । আয়োজক দের আশা মতো লক্ষাধিক পূর্ণার্থি র সমাগম ছিলো আজ নজর কাড়ার মতো। 

 ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে অনুরণিত হয়েছে আজ বিগ্রেড। লক্ষ্য কণ্ঠে পাঠ করা হয়েছে শ্রীমদ্ভগবত গীতা ।  

যা গড়েছে বিশ্ব রেকর্ড । যা আগে কখনো দেশ বা বিদেশের কোথাও হয়নি । বিগ্রেড ময়দান তার ইতিহাসে আজ দেখলো এক অন্যরকম সমাগম। বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল পৌঁছেছিল আজকের এই অনুষ্ঠানে। এরই মধ্যে এই অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


World record at Bigrade // বিগ্রেডে বিশ্ব রেকর্ড 


যে তিনটি বিষয়ে এই দিন বিশ্ব রেকর্ড হয়েছে সেগুলি হল

            ১) এক লাখ গীতা পাঠ


            ২) একসাথে শঙ্খধ্বনি 


            ৩)একসাথে নজরুল গীতি "হে  পার্থসারথি বাজাও বাজাও" । 


No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template