Madhyamik 2024 ADMIT CARD RELEASE DATE
এবছর মাধ্যমিক পরীক্ষা দুই ফেব্রুয়ারি থেকে হতে চলেছে । পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে মাধ্যমিক পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা । শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত ছাত্রছাত্রীরা ।
এবছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বেশি এগিয়ে । অন্যান্য বছর গুলিতে ফেব্রুয়ারি ২৪ তারিখ থেকে শুরু হতো এই পরীক্ষা । তবে এবছর এই পরীক্ষা হচ্ছে দুই ফেব্রুয়ারি থেকে ।
EXAM NAME: SECONDARY EXAMINATION
CONDUCTING AUTHORITY : WBBSE
OFFICIAL WEBSITE : https://wbbse.wb.gov.in/
UPDATE: ADMIT CARD
মাধ্যমিক ২০২৪ এডমিট কার্ড //madhyamik admit Card
ফেব্রুয়ারির ১৫-১৬ তারিখ নাগাদ প্রত্যেক স্কুলে ,বোর্ডের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ।
ছাত্র-ছাত্রীরা কবে পাবে এই অ্যাডমিট কার্ড ?
প্রত্যেক বিদ্যালয় কর্তৃপক্ষ এই অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে 24-27 ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করবে । কোন কোন বিদ্যালয়ে এই তারিখ দুই একদিন আগে পিছে হতে পারে ।
তবে মোটের উপর বলা যায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই ছাত্রছাত্রীরা পাবে তাদের অ্যাডমিট কার্ড ।
মাধ্যমিক রুটিন টা এক নজরে দেখে নিতে পারেন , ক্লিক করুন নিচে ⤵️
https://www.suvobarta.in/2023/12/madhyamik-routine-2024.html
মাধ্যমিক নাম্বার বিভাজন এক নজরে দেখে নিন , ক্লিক করুন নিচে ⤵️