This blog is about current educational developments, various kinds of important information, government schemes and necessary updates.

Monday, 25 December 2023

Shri Bratya Basu on PRIMARY TET 2023 cancellation//2023 প্রাইমারি টেট কি বাতিল ?

                 TET 2023 প্রশ্ন ফাঁস !

               পরীক্ষা কি বাতিল ?


WB PRIMARY TET প্রশ্ন ফাঁস নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী ?




আজ এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে টেট 2023 বাতিল করা হবে কি না এ বিষয়ে প্রশ্ন করা হয়।

24/12/2023 এ এ রাজ্যে যে টেট পরীক্ষা হয়েছে, সেই পরিক্ষার প্রশ্ন পত্র পরিক্ষা চলাকালীন নানান গণমাধ্যমে viral হতে দেখা যায়। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ঘন্টাখানেক পরেই গণমাধ্যম গুলোতে এই প্রশ্ন ভাইরাল হতে শুরু করে ।Facebook এর নানা পেজে, WhatsApp এর নানা গ্রুপে ঘুরতে দেখা যায় টেটের প্রশ্নপত্র যা আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে । ইতিমধ্যে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে , তারা অভিযোগ করছে যে টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে । 


পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে এসে এই খবর জানতে পারে, এবং তারাও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে ।


TET 2023 exam cancel News !


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রীর কাছে যখন জানতে চাওয়া হয় এবার টেট বাতিল হবে কিনা । তখন তিনি বলেন পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর প্রশ্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে যা কোন পরীক্ষার্থী অথবা পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোন ব্যক্তি সরকারকে কালিমা লিপ্ত করতে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছে । তিনি আরো বলেন কেউ এটা মজা করার জন্য, কাঠি করার জন্য, বা sabotage করার জন্য এমন টা করেছে, যার প্রভাব পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মধ্যে পড়েনি । তিনি প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়টা মানতে নারাজ । শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন TET 2023 কোনভাবেই বাতিল হবে না । তবে পর্ষদের কাছ থেকে নোটিশ চেয়ে পাঠানো হয়েছে তারা বিষয়টার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও তদন্ত করে শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে , তখন বিষয়টা ভেবে দেখা হবে , এমনটা বলেছেন শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় । তিনি আরও দাবী করেছেন নির্বিঘ্নে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে । 

No comments:

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template